Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসে কর্মরত নন গেজেটেড শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের বদলী, টাইমস্কেল, দক্ষতা      সীমা, বিভিন্ন ছুটি, এল.পি.আর ও পেনশন মঞ্জুর করা হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন প্রকার তথ্য প্রদানের কাজ করা হয়।

২। বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি, অস্থায়ী স্বীকৃতি লক্ষ্যে পরিদর্শন করে প্রতিবেদন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়।

৩। বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড  কর্তৃক নির্দেশিত হয়ে আলিম খোলার জন্য মাদ্‌রাসা পরিদর্শন করে প্রতিবেদন মাদ্‌রাসা শিক্ষা বোর্ডেপ্রেরণ করা হয়।

৪। মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের বার্ষির্ক গোপনীয় প্রতিবেদন প্রদান করেন।

৫। শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পধীন কর্মরত কর্মকর্তাগণ IMS, SBA, PBM ও CQ সংক্রান্ত- কার্যক্রমের তদারকি ও কর্মকর্তা গণ কর্তৃক এতদসংক্রান্ত- প্রতিবেদনসমূহের মূল্যায়ন ও সূপারিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

৬।জুলাই ২০১৫ থেকে বেসরকারী MPO ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের MPO কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।